২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

যুদ্ধজাহাজপ্রতীকী ছবি: এএফপি

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল বুধবার এডেন উপসাগরে একটি যুদ্ধজাহাজ থেকে এসব ড্রোন–ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে জাহাজবিধ্বংসী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কার্নি থেকে সেটি ধ্বংস করা হয়। এর ঘণ্টাখানেকের মধ্যে একই যুদ্ধজাহাজ থেকে তিনটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয় বলেও বিবৃতিতে জানায় সেন্ট্রাল কমান্ড। তবে ড্রোনগুলো সশস্ত্র ছিল, নাকি শুধু নজরদারির জন্য পরিচালিত হচ্ছিল, সেটা জানানো হয়নি।

আরও পড়ুন

হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা।

মূলত লোহিত সাগর দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। এতে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। দেশ দুটি হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন