হামাসের প্রধান হানিয়া কেন তেহরানে গিয়েছিলেন

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ৩০ জুলাই ২০২৪, ইরানের রাজধানী তেহরানেছবি: ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গিয়েছিলেন দেশটির নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে। হামাসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হানিয়া তেহরানে হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে। খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তাঁর এক দেহরক্ষী নিহত হন।

আরও পড়ুন

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া।

আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল তেহরানে মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।

মাসুদ পেজেশকিয়ান ও হানিয়া একসঙ্গে আনুষ্ঠানিক ছবি তুলেছেন। এই ছবি প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্টের দপ্তর।

আরও পড়ুন

হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, হানিয়া তেহরানে তাঁর আবাসস্থলে নিহত হন। জায়নবাদী (ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক) হামলায় হানিয়া নিহত হয়েছেন।

ইসমাইল হানিয়া ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাঁকে ‘সন্ত্রাসী’ তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আরও পড়ুন
আরও পড়ুন