লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা ইসরায়েলের
লেবাননে ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল সোমবার রাতভর এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপরই উত্তপ্ত হয়ে যায় ইসরায়েল-লেবানন সীমান্ত।
হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত লেবাননে অন্তত ১০ জন নিহত হয়েছে। তাঁদের মধ্যে রয়টার্সের এক সাংবাদিকসহ দুই বেসামরিক নাগরিক রয়েছেন। হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষে ইসরায়েলের অন্তত দুজন নিহত হয়েছেন।
গতকাল রাতভর চালানো হামলার জেরে হামাসের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সীমান্ত সংঘর্ষের পর উত্তরাঞ্চলের ২৮টি স্থান থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে ইসরায়েল।
এদিকে ১০ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। একের পর এক ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে ফিলিস্তিনি ভূখণ্ড। এ পর্যন্ত দুই পক্ষের চার হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট।