মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
মিসরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার তিনি দেশটির রাজধানী কায়রোতে পৌঁছান।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্লিঙ্কেন কায়রো গেলেন।
১১ মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিসর, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে তা এখনো অধরা রয়ে গেছে।
গতকাল মঙ্গলবার লেবাননজুড়ে অনেকটা একযোগে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২ হাজার ৮০০ জন। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। লেবাননের ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনাটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে।
গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে ১০ বার মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে ব্লিঙ্কেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
কায়রো সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের।
এ ছাড়া মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন করার কথা।
তবে এই দফার মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন তাঁর দেশের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে যাবেন না।
মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলছেন, তাঁরা আজ বুধবার কায়রোর আলোচনায় বড় কোনো অগ্রগতি হওয়ার আশা করেন না। তবে ব্লিঙ্কেনের এই সফর ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার ক্ষেত্রে চাপ হিসেবে কাজ করে যাবে।