গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে দুই শতাধিক নিহত

ইসরায়েলি হামলায় নিহত শিশুসন্তানকে কোলে নিয়ে ফিলিস্তিনি নারীর কান্না। ১৪ ডিসেম্বর, রাফাহের নজর হাসপাতালেছবি: এএফপি

ফিলিস্তিনের গাজায় গতকাল শনিবার ইসরায়েলি হামলায় এক দিনে দুই শতাধিক মানুষের প্রাণ গেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, শনিবারের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০১ জন। আর আহত হয়েছেন আরও অন্তত ৩৬৮ জন।

আরও পড়ুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে নিহত হন ১ হাজার ১৩৯ জন। আহত হওয়ার সংখ্যা ৮ হাজার ৭৩০। এ হিসাব ইসরায়েল সরকারের।

আরও পড়ুন

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। মাঝে যুদ্ধবিরতির কয়েক দিন বাদে গাজায় নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির—কিছুই বাদ যায়নি।

আরও পড়ুন

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এর বেশিরভাগ নারী ও শিশু। উদ্বাস্তু হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ১৮ লাখের বেশি।

এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। 

আরও পড়ুন