যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ৪৪ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আজ সোমবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিন ভূখণ্ডে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে গাজার ভেতরে ৪৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলের সর্বশেষ দুই সেনা উত্তর গাজায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের ভাষ্যমতে, হামাসের এই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।
৭ অক্টোবর থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযানও চালাচ্ছে।
এক মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৪ হাজার ৫০০টির বেশি শিশু রয়েছে।