সিরিয়া থেকে ইসরায়েলবিরোধী নতুন গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে

ইরানের নিরাপত্তাপ্রধান আলী আকবর আহমাদিয়ানছবি: এএফপি

ইরানের নিরাপত্তাপ্রধান আলী আকবর আহমাদিয়ান জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সিরিয়া থেকে নতুন একটি প্রতিরোধগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ সরকারের পতনের পর এ ঘোষণা দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান। দুই যুগের বেশি সময় ক্ষমতায় থাকা আসাদ ছিলেন তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার গতকাল সোমবারের এক প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আহমাদিয়ান বলেছেন, ‘ইহুদিবাদী রাষ্ট্র কর্তৃক সিরিয়ার ভূখণ্ড দখলের পর দেশটিতে একটি নতুন প্রতিরোধগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে।’

তেহরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের নিরাপত্তাপ্রধান আরও দাবি করেন, সিরিয়ায় বাশারের পতনেও ইরান নেতৃত্বাধীন ইসরায়েলবিরোধী প্রতিরোধের অক্ষশক্তি দুর্বল হয়নি।

সিরিয়ার বিদ্রোহী  গোষ্ঠীগুলোর ঝটিকা এক অভিযানের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। এর পর থেকে সিরিয়ার সামরিক স্থাপনা নিশানা করে কয়েক শ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আসাদ সরকারের ফেলে যাওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জাম যাতে শত্রুপক্ষের হাতে না যায়, এ জন্য এসব হচ্ছে বলে দাবি ইসরায়েলের।

বিমান হামলার পাশাপাশি ইসরায়েলের সেনারা সিরিয়ার ভূখণ্ডে ঢুকে সেসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইরানসহ বিভিন্ন দেশ ও সংস্থা।

উল্লেখ্য, বাশার আল–আসাদের পতনে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতা খর্ব হয়েছে। তেহরান–সমর্থিত বিভিন্ন দেশের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের হামলায় অনেকটা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে ইরানের নিরাপত্তাপ্রধান সিরিয়া থেকে ইসরায়েলবিরোধী নতুন প্রতিরোধগোষ্ঠীর আবির্ভাবের কথা জানালেন।