ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান নিহত

হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধানকে লক্ষ্য করে গতকাল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েল হামলা চালিয়েছে। ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়ছবি: এএফপি

লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী দুপক্ষই এ খবর জানিয়েছে।

ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে ৫১ বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। সুরুরকে হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয় ওই বিবৃতিতে।

হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ নিয়ে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সুরুর গণিতে পড়াশোনা করেছেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে হিজবুল্লাহ শীর্ষ যে কয়জন উপদেষ্টা পাঠিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন সুরুর।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, ১০তলা একটি আবাসিক ভবন লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এএফপির একজন আলোকচিত্রী বলেছেন, গত শুক্রবার হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের প্রধান ইব্রাহিম আকিলকে লক্ষ্য করে যে ভবনে হামলা চালানো হয়, তার কাছেই এই ভবন অবস্থিত। আকিল ও অন্য কমান্ডাররা ওই হামলায় নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় ৭ শিশুসহ ৫৫ জন নিহত হন।