আল-আকসা চত্বরে ইসরায়েলি মন্ত্রীর সফর নিয়ে উত্তেজনা
ইসরায়েলি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গ্যভির আল–আকসা মসজিদ চত্বর পরিদর্শন করেছেন। মন্ত্রী হওয়ার পর এটি বেন গ্যভির প্রথম সফর বলে জানান তাঁর মুখপাত্র। তাঁর এ সফরের ফলে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। ইতামার বেন গ্যভির সফর বিপজ্জনক বলে সতর্ক করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।
তবে ইসরায়েলি মন্ত্রী পাল্টা এক বিবৃতিতে বলেন, হামাসের হুমকিতে মাথা নত করবে না ইসরায়েল সরকার। জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় স্পর্শকাতর আল–আকসা মসজিদ পরিদর্শন করলেন ইতামার বেন গ্যভির। আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাঁদের কাছে এটি ‘টেম্পল মাউন্ট’ হিসেবে পরিচিত। সম্প্রতি ওই পবিত্র স্থানে ইহুদিদের আগমন বেড়ে যাওয়ায় নাখোশ মুসলিমরা।
বেন গ্যভির এক টুইট বার্তায় বলেন, ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই স্থান সবার জন্য। এই চত্বরের ওপর দাবি নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে তিক্ততা ও বিভেদ অনেক দিনের।
নভেম্বরের নির্বাচনের পর নতুন জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসার পর উত্তেজনা বেড়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে নতুন সরকার পাঁচ দিন আগে শপথ গ্রহণ করে। নতুন সরকারের মন্ত্রী পদ পাওয়ার পর এটাই ছিল বেন গ্যভিরের প্রথম সরকারি কর্মতৎপরতা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বেন গ্যভিরের সফরকে উসকানিমূলক বলে ব্যখ্যা করেছে। তারা আগেই এই সফর না করার জন্য হুঁশিয়ারি দিয়েছিল।
মঙ্গলবার বেন গ্যভিরের সফরের পর ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের নিন্দা জানিয়েছে। তারা বলে ‘উগ্রবাদী মন্ত্রী বেন গ্যভির আল আকসায় জোর করে ঢুকেছেন। আমরা একে নজিরবিহীন উসকানি ও সংঘাতকে বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে তোলা হিসাবে দেখছি।’