পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল ও গাজায় নিহত কত
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত কমপক্ষে ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ শিশু রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার। আজ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ খবর জানিয়েছে।
বিবিসির খবর বলছে, ইসরায়েলে গতকাল থেকে চালানো হামাসের হামলায় অন্তত ৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের ইসরায়েলি দূতাবাস। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের খবর বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একই সময়ের মধ্যে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১৩ বছরের কিশোরসহ ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে পাথর নিক্ষেপকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনিরা পাথর ছুড়লে এ সংঘর্ষ শুরু হয়।
এ ছাড়া এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তুরস্কে অবস্থিত ইসরায়েলের দূতাবাস বলেছে, দুই হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। বেশ কয়েকজন ইসরায়েলিকে অপহরণ করা হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি হতাহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়নি।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস গতকাল সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে।