২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আল-জাজিরার সাংবাদিকের এক ভয়ংকর দিন

মৃত এক সন্তানকে কোলে জড়িয়ে ওয়ায়েল দাহদুহর আহাজারি
ছবি: এএফপি

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আল-জাজিরা আরবির গাজা ব্যুরোপ্রধান ওয়ায়েল দাহদুহর স্ত্রী, দুই সন্তান ও এক নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক ছেলেসহ পরিবারের আট সদস্য আহত হয়েছেন।

দক্ষিণ গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে বুধবার রাতে ওই হামলা চালায় ইসরায়েল। অথচ ইসরায়েলি বাহিনীর কথামতো তাঁরা নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজা থেকে দক্ষিণে এসে আশ্রয় নিয়েছিলেন।

নিহত ব্যক্তিরা হলেন দাহদুহর স্ত্রী, বাবার মতো সাংবাদিক হতে চাওয়া ১৫ বছর বয়সী ছেলে মাহমুদ, ৭ বছর বয়সী মেয়ে শাম ও নাতি আদম।

আরও পড়ুন

ওয়ায়েল দাহদুহর পরিবারের ওপর যখন ইসরায়েল বিমান হামলা করেছিল, তখন তিনি অন্য একটি ইসরায়েলি হামলার ঘটনায় গাজা থেকে আল-জাজিরার সঙ্গে সরাসরি (লাইভ) সম্প্রচারে যুক্ত ছিলেন।

 ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতালের মর্গে তিনি কাঁদতে কাঁদতে ছেলের মরদেহে স্পর্শ করছেন, মেয়ের রক্তাক্ত মুখের দিকে তাকিয়ে আছেন।

দাহদুহ বলেন, এই হামলা থেকে স্পষ্ট ইসরায়েল ফিলিস্তিনের প্রতিটি শিশু, নারী ও বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু করেছে। এখন গাজার কোনো অংশই নিরাপদ নেই।

আরও পড়ুন