লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে মাসহ ইসরায়েলি সেনা নিহত
লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা ও তাঁর মা নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্রাম কেফার য়ুভালের এক বসতিতে এ ঘটনা ঘটে।
আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে বলা হয়, নিহত নারীর নাম মিরা আয়লন (৭৬)। ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে তিনি কিছু সময় চিকিৎসাধীন ছিলেন। এর আগে তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে ওই ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরায়েলে প্রবেশের চেষ্টাকালে চার সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন বলে দাবি করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিবাদে সমসাময়িককাল থেকে ইসরায়েলের সঙ্গে লড়াইরত রয়েছে ইরান সমর্থিত লেবাননের রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।