হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এবার ইসরায়েলের বিমান হামলা

ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলার মধ্যে লেবানন থেকে হামলার পর গোলান মালভূমি এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। ১৩ জুন ২০২৪ছবি: রয়টার্স

ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি এলাকায় রকেট হামলার পর গতকাল শনিবার রাতে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। গোলান মালভূমির একটি ফুটবল মাঠে ওই রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী আজ রোববার বলেছে, ‘রাতে আইএএফ (ইসরায়েলি বিমান বাহিনী) লেবাননের একেবারে ভেতরে ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ “সন্ত্রাসীদের” বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যস্থলগুলোর মধ্যে ছিল অস্ত্রভান্ডার ও বিভিন্ন স্থাপনা। চাবরিহা, বুর্জ এল চমালি, বেকা, কেফারকেলা, রাব এল থালাথাইন, খিয়াম ও তেয়ার হারফা এলাকায় এসব হামলা চালানো হয়।’

আরও পড়ুন

উল্লেখ্য, গোলান মালভূমির ফুটবল মাঠে রকেট হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, লেবানন থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ এ রকেট ছুড়েছে। তবে হিজবুল্লাহ এ হামলার দায় অস্বীকার করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এ হত্যাকাণ্ডের জবাব দেবে ইসরায়েল। হামলার জন্য হিজবুল্লাহকে চড়া মূল্য গুনতে হবে। এ মূল্য হবে অভূতপূর্ব।

গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে, তারা হিজবুল্লাহকে জবাব দেবে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘হিজবুল্লাহকে জবাব দিতে আমরা প্রস্তুত হব...আমরা ব্যবস্থা নেব।’

আরও পড়ুন
আরও পড়ুন