হজে এক হাজারের বেশি হাজির মৃত্যু, সর্বোচ্চ মিসরের
এ বছর পবিত্র হজ পালনের সময় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ পরিসংখ্যান দিয়েছে। মৃত হাজিদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত। উল্লেখ্য, সৌদি আরবে এ বছর তীব্র তাপপ্রবাহের মধ্যেই হজ পালিত হয়েছে।
বৃহস্পতিবার মিসরের আরও ৫৮ হাজির মৃত্যুর তথ্য পাওয়া যায়। একজন আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী, হজে মারা যাওয়া ৬৫৮ মিসরীয়র মধ্যে ৬৩০ জনই ছিলেন অনিবন্ধিত।
এখন পর্যন্ত ১০ দেশের ১ হাজার ৮১ জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বছরে একবার হজ পালিত হয়। ইসলামের পাঁচটি মৌলিক বিধানের একটি হজ। আর্থিক সামর্থ্য আছে, এমন ব্যক্তির ওপর জীবনে একবার হজ পালন করার আবশ্যকতা রয়েছে।
দাপ্তরিকভাবে বিবৃতির মাধ্যমে বা নিজ নিজ দেশের হাজিদের খোঁজখবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতের এ পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে।
ইসলামি চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী হজের সময় নির্ধারণ করা হয়। এ বছর হজের সময় সৌদি আরবে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।
গত মাসে প্রকাশিত সৌদি আরবের একটি গবেষণায় বলা হয়েছে, ওই এলাকায় প্রতি দশকে তাপমাত্রা শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে