গাজায় বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, বেশ কয়েকজন হতাহত
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া এলাকায় বহুতল একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। আজ রোববার এই হামলা হয় বলে রয়টার্সকে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
হামলায় কতজন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জরুরি উদ্ধারকারী সংস্থা দ্য প্যালেস্টিনিয়ান সিভিল ইমারজেন্সি কর্তৃপক্ষ বলেছে, ওই ভবনে প্রায় ৭০ জন বাসিন্দা ছিল।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের বক্তব্য জানা যায়নি।
গত মাসে বেইত লাহিয়া এবং পাশের শহর বেইত হানুন এবং জাবালিয়াতে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে এবং তারা যেন নতুন করে ঐক্যবদ্ধ হতে না পারে, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, ওই তিন এলাকায় তাদের হামলায় কয়েক শ হামাস সদস্য নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি বাহিনী ওই এলাকাগুলোকে গাজা নগরী থেকে বিচ্ছিন্ন অবস্থায় রেখেছে।
এদিকে আজ রোববার ভোরে গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে এ প্রাণহানির ঘটনা ঘটে। চিকিৎসাকর্মীরা বলেছেন, একটি বাড়ি লক্ষ্য করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের দাবি, গাজায় এখনো অনেকে জিম্মি আছেন। হামাসের হামলার জবাবে একই দিন থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৭৯৯ জন নিহত হয়েছেন।