লোহিত সাগরে দুটি পণ্যবাহী জাহাজে ‘হুতিদের’ হামলা
লোহিত সাগরে গতকাল সোমবার দুটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হামলার শিকার একটি জাহাজের নাম সোয়ান আটলান্টিক। তেলবাহী জাহজাটি ব্রিটিশ কেইম্যান দ্বীপপুঞ্জের পতাকাবাহী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, জাহাজটিতে ড্রোন ব্যবহার করে ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে।
হামলার পর জাহাজটি থেকে সহায়তা চেয়ে বার্তা পাঠানো হয় মার্কিন যুদ্ধজাহাজ সোয়ান আটলান্টিককে।
হামলার শিকার অপর জাহাজটি হলো এমভি ক্লারা। হুতি–নিয়ন্ত্রিত এলাকার পাশে জলসীমায় জাহাজটিতে বিস্ফোরণ হয়।
লোহিত সাগর পণ্য ও জ্বালানি তেল পরিবহনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। হুতিরা বলছে, গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যোগসূত্র থাকা জাহাজে হামলা চালাচ্ছে তারা।
সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা আলী আল-কাহোম আগেই বলেছেন, তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা পশ্চিমারা যতই হুমকি দিক, অধিকার আদায়ে ফিলিস্তিনিদের পক্ষে থাকবে হুতি।