নিজেদের রক্ষা করবে বলে হুঁশিয়ারি দিল ইরান
নিজেদের রক্ষা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গতকাল শনিবার ইসরায়েলের হামলায় নিজ দেশের চার সেনা নিহত হওয়ার পর এই হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।
হামলার পর ইসরায়েল ইরানকে সতর্ক করে বলেছে, তাদের চড়া মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য বলেছে, তেহরানে যেন আর সংঘাত নাহয়।
গতকাল ভোরে ইসরায়েলের হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করেন, এটাই শেষ হামলা। তিনি এ–ও বলেছেন, মনে হয় সামরিক লক্ষ্যবস্তু ছাড়া ইসরায়েল আর কোথাও হামলা চালায়নি।
ইউরোপীয় ইউনিয়ন উত্তেজনা এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে আহ্বান জানিয়েছে।
ইরানের প্রতিবেশীসহ অন্য দেশ ইসরায়েলের হামলার নিন্দা করেছে। কোনো কোনো দেশ যেমন– রাশিয়া বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে দুই পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে।
তবে ইরান বলেছে, আত্মরক্ষা করা তাদের অধিকার ও কর্তব্য। ইরানের মিত্র হিসেবে পরিচিত হিজবুল্লাহ এর মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে পাঁচটি আবাসিক এলাকায় রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতকাল সীমান্ত পেরিয়ে ৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হিজবুল্লাহ ইসরায়েলে ১২টির বেশি জায়গা থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও বৈরুতের দক্ষিণাঞ্চলে দুই এলাকায় একই সতর্কতা জারি করেছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি আজ রোববার ভোরে জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোয় ইসরায়েল হামলা চালিয়েছে।