মানুষের শখের কোনো শেষ নেই। শখের বশে কত কিছুই না করে। কেউ কেউ তো বনের হিংস্র বাঘ, সিংহও পোষ মানিয়ে বাসায় রাখেন। কিন্তু এই পোষা বাঘই যে কখনো কখনো বেঁকে বসে হানা দিতে পারে, সে চিন্তা হয়তো অনেকেরই থাকে না। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ঘটেছে এমনই এক ঘটনা।
এ নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে ‘বিলিওনিয়ার লাইফস্টাইল’ নামে একটি ইনস্টাগ্রাম পেজে। তাতে দেখা যায়, বেশ জমকালো এক বাড়ির ভেতর এক ব্যক্তিকে তাড়া করছে পোষা একটি বাঘ। বিষয়টি প্রথমে হাসির ছলেই নিয়েছিলেন ওই ব্যক্তি। দৌড়ে পালানোর এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। তখন বাঘটি তাঁর ওপর হামলে পড়ে। এ সময় বেশ ভয় পেয়ে যান ওই ব্যক্তি। বাঘের কবল থেকে কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে পালান তিনি।
‘এটি শুধু মধ্যপ্রাচ্যে সম্ভব’ শিরোনামে শেয়ার করা ভিডিওটি ৪০ লাখ বারের বেশি দেখা হয়েছে। মন্তব্য করেছেন হাজারো মানুষ। মন্তব্যে কেউ কেউ ভিডিওটিকে ‘ভয়ানক’ আখ্যা দিয়েছেন। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন বনের বাঘ এভাবে বাসায় বন্দী করে রাখা নিয়ে।
যেমন মন্তব্যে একজন লিখেছেন, ‘খুবই মজার। এটা আসলেই শতকোটিপতিদের মতো জীবনযাপন।’ আরেকজন লিখেছেন, ‘আগুন নিয়ে খেললে, আপনাকে আগুনেই পুড়তে হবে।’ প্রাণী অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরেকজনের মন্তব্য, ‘এটি ঠিক নয়। বাঘটির এখানে থাকার কথা নয়। এটির স্বাধীনতা প্রয়োজন। সুন্দর এই প্রাণীটি কোনো খেলনা নয়।’
তবে আরব আমিরাতে ২০১৭ সাল থেকে বন্য প্রাণী পোষা এবং বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আইন অনুযায়ী শুধু চিড়িয়াখানা, পার্ক, সার্কাস ও গবেষণাকেন্দ্রেই এ ধরনের প্রাণী রাখা যাবে। সাধারণ মানুষ কেউ বন্য প্রাণী সঙ্গে রাখলে তাঁকে বড় অঙ্কের জরিমানা বা ছয় মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হতে পারে।