ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ ইসরায়েলি ও ১ হাজার ১০০ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এ সংঘাতের সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হলো।
কানাডার সরকার নিশ্চিত করেছে যে গত শনিবারের হামলায় ইসরায়েলে তাদের দুই নাগরিক নিহত হয়েছেন। সেখানে তাদের আরেকজন নাগরিকও নিহত হয়েছেন বলে ধারণা দেশটির।
জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। আপাতত জেনারেটর দিয়ে হাসপাতালগুলোয় চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে সেখানেও জ্বালানি ফুরিয়ে আসছে।
ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা জানিয়েছে, গত শনিবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় জাতিসংঘের অন্তত ৯ কর্মী নিহত হয়েছেন।
গাজায় রেশনিং–ব্যবস্থা চালু করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হামলায় অধিকৃত পশ্চিম তীরে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯ জন।
ইসরায়েলে বিরোধীদলীয় নেতা বেনি গানৎসকে নিয়ে যুদ্ধকালীন সরকার গঠন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের আশকেন শহরের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামাস সেখানকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে, কিন্তু এতে কেউ হতাহত হয়নি।
হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। পাল্টায় ইসরায়েলও লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে।