গাজার শুজাইয়ায় ইসরায়েলের হামলায় নিহত ৩৫, ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে

ইসরায়েলের হামলায় গাজায় বিধ্বস্ত একটি ভবনছবি: রয়টার্স

গাজা সিটির শুজাইয়া এলাকায় গতকাল বুধবার একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। হামলায় আরও ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ধ্বংসযজ্ঞ বলতে যা বোঝায়, ইসরায়েলের ওই বিমান হামলা ছিল ঠিক তেমনটাই। হতাহত ব্যক্তিদের অধিকাংশই শিশু ও নারী বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

হামলায় আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহত ব্যক্তিদের জন্য রক্তের প্রয়োজন। তারা সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

হামলায় আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহত ব্যক্তিদের জন্য রক্তের প্রয়োজন। তারা সাধারণ মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

গত কয়েক দিনে ইসরায়েলের হামলায় গাজায় এক স্থানে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।

এদিন আশপাশের কয়েকটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ১০টি ভবন ধসে পড়েছে এবং ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।

আরও পড়ুন

একই দিন রাফা, খান ইউনিস, দেইর আল–বালাহ, বেইত হানুনসহ গাজার আরও কয়েকটি এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল।

আরও পড়ুন