দুই বছরে ইসরায়েলের ৮৯১ সেনা নিহত

ইসরায়েলি বিমান হামলায় আহত ফিলিস্তিনি এক তরুণ ধ্বংসযজ্ঞের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। গতকাল দক্ষিণ গাজার খান ইউনিসেছবি: এএফপি

যুদ্ধে ২ বছরে একাধিক ফ্রন্টে ইসরায়েলের ৮৯১ সেনা নিহত হয়েছেন। একই সময় ৩৮ সেনা আত্মহত্যা করেছেন। এ ছাড়া যুদ্ধে ৫ হাজার ৫০০ সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য দিয়েছে।

মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত এ যুদ্ধ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর ছাড়িয়ে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানেও ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার জানায়, ২০২৩-২৪ সালের যুদ্ধে তাদের ৮৯১ সেনা নিহত হয়েছেন। প্রায় ৫৫৮ জন সেনা ২০২৩ সালে আর ২০২৪ সালে ৩৬৩ সেনা নিহত হয়েছেন।

২০২৩ সালে নিহত ৫৫৮ সেনার মধ্যে ৫১২ জন লড়াই এবং অভিযানের সময়, ৩ জন স্থানীয় সন্ত্রাসী হামলায়, ১০ জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর ১১ জন আত্মহত্যা করেছেন। ২০২৪ সালে নিহত ৩৬৩ সেনার মধ্যে ২৯৫ জন লড়াই এবং অভিযানের সময়, ১১ জন স্থানীয় সন্ত্রাসী হামলায়, ১৩ জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর ২১ জন আত্মহত্যা করেছেন।

৮৯১ সেনার মধ্যে গত বছর গাজায় ৩৯০ জন নিহত হন। আগের বছর প্রাণ হারান ৩২৯ জন, যাঁদের মধ্যে ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত সেনারাও রয়েছেন। বাকি সেনারা নিহত হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চল, লেবানন ও পশ্চিম তীরে।

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে। আগের বছরের তুলনায় গত বছর আত্মহত্যা করেছেন প্রায় দ্বিগুণ সেনা। ২৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেনা আত্মহত্যা করেছেন ২০০৫ সালে, ৩৬ জন।

প্রাণহানির দিক দিয়ে এখনো ১৯৪৮-৪৯ সালের যুদ্ধ শীর্ষে রয়েছে। ওই যুদ্ধে চার হাজার সেনাসহ ছয় হাজার ইসরায়েলি নিহত হন। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ৬৫০ সেনা নিহত হন ১৯৭৩ সালের ইয়ম কিপুর যুদ্ধে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই বেসামরিক ইসরায়েলি। এরপর শুরু হওয়া যুদ্ধ এখনো চলমান থাকায় প্রাণহানি ইয়ম কিপুরের যুদ্ধকে ছাড়িয়ে যেতে পারে।

গাজার পুলিশপ্রধান ও উপপ্রধান নিহত

ইসরায়েলের হামলায় গত বুধবার রাতে গাজার পুলিশপ্রধান, উপপ্রধানসহ ১৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। গতকাল গাজার জরুরি পরিষেবা বিভাগ এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় আশ্রয়শিবিরের তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত ব্যক্তিদের মধ্যে গাজার পুলিশপ্রধান মাহমুদ সালাহ ও তাঁর ডেপুটি হুসসাম শাহওয়ানও রয়েছেন।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ নিয়ে ১৫ মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৫ হাজার ৫৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৩৮ জন।