আবারও রাফায় হামলা জোরদার ইসরায়েলের
ভবনে হামলার আগে এর বাসিন্দাদের সরে যেতে মাত্র আধা ঘণ্টা সময় দেয় ইসরায়েল।
গতকাল পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর অধিকাংশই নারী ও শিশু।
মিসর সীমান্তের কাছে গাজার রাফা এলাকার একটি ১২ তলা আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এটি রাফার অন্যতম উঁচু ভবন। গত শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। এখানে ৩০০ জনের মতো বাসিন্দা ছিলেন। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাফায় হামলা চালানোর বিষয়ে বেশ কিছুদিন ধরেই হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় তছনছ হওয়া গাজার ১০ লাখের বেশি মানুষের শেষ আশ্রয়স্থল এই রাফা এলাকা। শুক্রবারের ওই হামলার মধ্যে রাফায় হামলা জোরদার শুরু করল ইসরায়েল।
ভবনটির বাসিন্দারা বলেন, মিসর সীমান্ত থেকে ৫০০ মিটার ভেতরে ভবনটির অবস্থায়। ইসরায়েলের বোমা হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার গৃহহীন হয়েছে। তবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি।
ভবনটির বাসিন্দাদের একজন বলেন, রাতে ভবনে হামলার আগে তাঁদের আধা ঘণ্টা সময় দেওয়া হয়। দ্রুত পালাতে বলা হয়। মোহাম্মদ আল-নাব্রিস নামের ওই ব্যক্তি বলেন, মানুষ হকচকিয়ে যান। দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকেন। কেউ কেউ পড়ে যান। হট্টগোল সৃষ্টি হয়। সিঁড়ি থেকে আতঙ্কে পড়ে গেছেন তাঁর বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রী। ফিলিস্তিন কর্তৃপক্ষের রাফাভিত্তিক একজন কর্মকর্তা বলেন, রাফা টাওয়ারে হামলার বিষয়টি আসন্ন ইসরায়েলি আগ্রাসনের ইঙ্গিত বলে মনে করছেন তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের পাঁচ মাস ধরে চলা ক্রমাগত হামলায় গতকাল শনিবার পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে ৭২ হাজার ৫০০ জনের বেশি মানুষ।
রোজার আগে যুদ্ধবিরতি হচ্ছে না
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে। তিনি রোজার আগেই সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আশার কথা শুনিয়েছিলেন। কিন্তু কয়েক দিন না যেতেই সুর পাল্টেছেন তিনি।
আলোচনায় যাবে না হামাস
হামাসের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে, তাতে আর যাবে না তাদের প্রতিনিধিদল। যুদ্ধবিরতির আলোচনা সফল না হওয়ার দায় ইসরায়েলের ওপর চাপিয়েছেন হামাস নেতারা। তাঁদের অভিযোগ, ইসরায়েল যুদ্ধ শেষ করার বা গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দেয়নি। তাই হামাস কোনোরকম আপস করবে না।
গাজায় অস্থায়ী বন্দর নির্মাণ
ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ জোরদারে উপত্যকাটির উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সমুদ্রপথে গুরুত্বপূর্ণ মানবিক ত্রাণসহায়তা সরবরাহে একটি ভাসমান ঘাট এবং এর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক থেকে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাজাকে বিভক্ত করে সড়ক তৈরি করছে ইসরায়েল
গাজাকে বিভক্ত করে ভূমধ্যসাগর উপকূল পর্যন্ত যেতে সড়ক তৈরি করছে ইসরায়েল। কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে সিএনএন এ তথ্য জানিয়েছে। গাজায় দীর্ঘদিন সামরিক নিয়ন্ত্রণ রাখতে ইসরায়েলি পরিকল্পনার অংশ হিসেবে এটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।