হামাসের হামলায় ১১ মার্কিন নিহত, আটকদের মধ্যেও মার্কিন আছেন: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ১১ মার্কিন নিহত হয়েছেন।
এক বিবৃতিতে বাইডেন আরও বলেছেন, তিনি মনে করেন, হামাস যাঁদের আটক করে রেখেছে, তাঁদের মধ্যেও মার্কিন রয়েছেন।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি পরে বলেন, হামাসের আটক ব্যক্তিদের মধ্যে মার্কিনরা আছেন কি না, তা স্পষ্ট নয়। কিরবি আরও বলেন, হামাসের হাতে আটক ব্যক্তিদের মধ্যে মার্কিনরা আছেন কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না।
বাইডেন বলেন, ইসরায়েলি এখন যেসব মার্কিন রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের নিরাপত্তার বিষয়ে সতর্ক করছে। সেই সঙ্গে কনস্যুলার সহযোগিতা দিচ্ছে। যাঁরা ইসরায়েল ছাড়তে চান, তাঁদের আকাশপথে ও স্থলপথে যাতায়াতের সুবিধা দেওয়া হচ্ছে।
গত শনিবার সকালে ইসরায়েলে বড় ধরনের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গাজার শাসকগোষ্ঠী হামাসের এ পদক্ষেপের পাল্টা হিসেবে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। চার দিনে এ পর্যন্ত ৯০০ ইসরায়েলি নিহত ও ২ হাজার ৬০০ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় সেখানে ৬৮৭ ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ৭২৬ জন আহত হয়েছেন।