গাজায় প্রাণ গেল আরও ৩ সাংবাদিকের
গাজা উপত্যকায় আরও তিন সাংবাদিকের প্রাণ গেছে। গতকাল রোববার স্বজনেরা এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে ইসরায়েলের চলমান হামলার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ৪৮ সাংবাদিক নিহত হলেন।
৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। জবাবে ওই দিন থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, চলমান এ সংঘাতে এ পর্যন্ত নিহত ৪৮ সাংবাদিকের মধ্যে ৪৩ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলের ও ১ জন লেবাননের নাগরিক।
গতকাল ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে প্রেস হাউস-প্যালেস্টাইনের প্রধান বেলাল জাদাল্লাহ নিহত হন। এ ঘটনায় তাঁর বোনের জামাই গুরুতর আহত হয়েছেন। বেলালের স্বজনেরা এ কথা জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, বেলালের চার স্বজন গাজা ও বিদেশে তাঁদের সঙ্গে সম্পৃক্ত। তাঁদের মধ্যে একজন সাংবাদিক ইসাম আবদাল্লাহ ১৩ অক্টোবর লেবানন সীমান্তে ইসরায়েলের হামলায় প্রাণ হারান। তাঁর নাম সিপিজের তালিকায় রয়েছে।
বেলাল ছাড়া নিহত অপর দুই সাংবাদিকের ব্যাপারে রয়টার্স স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হতে পারেনি।
তাঁরা হলেন ফ্রিল্যান্স সাংবাদিক হাসৌনা স্লিম ও স্যারি মনসুর। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত শনিবার গাজার বুরেইজ আশ্রয়শিবিরে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় এ দুই সাংবাদিকসহ ১৭ জনের প্রাণ গেছে।
এই তিন সাংবাদিক নিহতের ব্যাপারে জানতে চাইলেও ইসরায়েলের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।