বৈশ্বিক চাপ উপেক্ষা, রাফায় ইসরায়েলি অভিযানে অনড় নেতানিয়াহু
গাজার খান ইউনিস শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানে রোগী নিহত।
ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় ‘বিপর্যয়কর’ স্থল অভিযানের সিদ্ধান্ত থেকে সরে আসতে ইসরায়েলের প্রতি ক্রমেই বৈশ্বিক চাপ বাড়ছে। এরপরও সেখানে ‘বড় ধরনের অভিযান’ চালানোর অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গতকাল বৃহস্পতিবার গাজার খান ইউনিস শহরের একটি হাসপাতালে ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানে রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
এখন পর্যন্ত শুধু গাজার রাফা এলাকায় স্থল অভিযান চালায়নি ইসরায়েল। উত্তর ও মধ্য গাজায় স্থল অভিযানের সময় বাসিন্দাদের রাফায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। বর্তমানে মিসর সীমান্তবর্তী রাফায় গাদাগাদি করে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন।
সম্পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এর মধ্যে রাফায় শক্তিশালী ব্যবস্থা নেওয়াও রয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আটকে পড়া এসব মানুষের কথা বিবেচনা করে সেখানে স্থল অভিযানের পথে না যেতে ইসরায়েলকে সতর্ক করেছে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড। আরেক দফায় ব্যাপক হারে বেসামরিক লোকজনের হতাহত এড়াতে জরুরি ভিত্তিতে এ আহ্বান জানায় দেশগুলো।
এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘রাফায় বিস্তৃত আকারে সামরিক অভিযান হবে ধ্বংসাত্মক। সেখানকার বেসামরিক লোকজনের আর কোথাও যাওয়ার জায়গা নেই।’
রাফায় স্থল অভিযান না চালাতে বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থা চাপ দিয়ে আসছে। তবে তা নাকচ করে দিয়ে ইসরায়েল জোর দিয়ে বলছে, দেশটির সামরিক বাহিনী অবশ্যই রাফায় প্রবেশ করবে এবং হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘সম্পূর্ণ বিজয় না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এর মধ্যে রাফায় শক্তিশালী ব্যবস্থা নেওয়াও রয়েছে।’
হাসপাতালে অভিযান
গাজার খান ইউনিসের আল-নাসের হাসপাতাল প্রায় এক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। কয়েক সপ্তাহের লড়াইয়ে ইসরায়েলি স্নাইপারের গুলিতে হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ কয়েকজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালটিতে ঢুকে পড়ে ইসরায়েলের বিশেষ বাহিনী। এ সময় এক রোগী নিহত ও কয়েকজন আহত হন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৭ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে। এ সময় আহত হয়েছেন ১০৪ ফিলিস্তিনি। এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ হাজার ৩৯৫ জন।
লেবাননে হামলা জোরদার
লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় নয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সাতজনই বেসামরিক ব্যক্তি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ছোড়া রকেটে তাদের এক সেনার প্রাণ গেছে।