ইরানে বিক্ষোভ-দাঙ্গার হোতাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ
‘বিক্ষোভের মূল হোতাদের’ কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান। আজ বৃহস্পতিবার তিনি বলেন, তিনি সব বিচারককে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ও প্ররোচরণাকারীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্সের।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহশেনি ইজেইয়ের বরাতে দেশটির সংবাদমাধ্যম আইএসএনএ-এর প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়। গোলাম হোসেইন মোহশেনি ইজেই বলেন, ‘আমি বিচারকদের এই বিক্ষোভে কম দোষী ব্যক্তিদের আলাদা করার সময় মূল হোতাদের প্রতি অপ্রয়োজনীয় সহানুভূতি এড়িয়ে এবং তাদের কঠোর সাজা দেওয়ার নির্দেশ দিয়েছি।’
হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশ মাসা আমিনি নামের এক তরুণীকে আটক করেছিল। পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়। মাসার পরিবারের দাবি, মাসাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনায় মামলাও করেছে। তবে পুলিশ বলছে, এই নারী তাদের হেফাজতে থাকলেও ‘হৃদ্যন্ত্র বিকল’ হয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুর ঘটনায় ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এই বিক্ষোভ ঠেকাতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস বলেছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা ১৫৪ জনকে হত্যা করেছেন। শত শত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অস্থির পরিস্থিতিতে মাসার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।