ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নিহত
দখলকৃত পশ্চিম তীরে গতকাল শনিবার ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে পূর্ব জেরুজালেমে এক ইসরায়েলি নাগরিকের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ফিলিস্তিনির নাম রাবি আরাফাহ রাবি (৩২)। তাঁকে কালকিলা শহরের দক্ষিণে একটি তল্লাশিচৌকিতে মাথায় গুলি করা হয়।
এর আগের দিন গত শুক্রবার পশ্চিম তীরের জেনিন শহরে রাতভর সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছিল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই ঘটনায় আহত হন তিন ফিলিস্তিনি।
গতকালের ঘটনা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেন, তাঁরা মূলত একটি গাড়িতে গুলি করেছিলেন। ওই গাড়িতে তিনজন সন্দেহভাজন ছিলেন।
সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত বেড়েছে। জাতিসংঘের তথ্যমতে, পশ্চিম তীরে চলতি বছর ১১৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চৌকিতে তল্লাশির সময় এক সেনার ওপর হামলা চালিয়ে তাঁরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মুখপাত্র আরও বলেন, গুলিতে ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা পর্যালোচনা করে দেখা হচ্ছে।
এদিকে ইসরায়েলের পুলিশ বলেছে, ওই ঘটনার আগে পূর্ব জেরুজালেমে এক ইসরায়েলি তরুণকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। পরে এক ফিলিস্তিনির কাছ থেকে তারা ছুরি জব্দ করে। আহত ইসরায়েলির বয়স ২০ বছর। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে আটক করা হয়েছে।
জেরুজালেমের সাআরি সেদেক হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আহত ইসরায়েলি তরুণের আঘাত গুরুতর। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।
সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বেড়েছে। মূলত, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানকে কেন্দ্র করে বেড়েছে এই সংঘাত। জাতিসংঘের তথ্যমতে, পশ্চিম তীরে চলতি বছর ১১৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।