গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫ হাজার ছাড়াল, ১৭ হাজারই শিশু

১৪ মাস ধরে ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকাফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬২ জন।

আরও পড়ুন

টানা ১৪ মাস ধরে চলা ইসরায়েলের এই হামলায় উপত্যকায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ হাজারই শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নির্বিচার ইসরায়েলি হামলায় গাজায় ১১ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সেদিন ইসরায়েলে নিহত হন অন্তত ১ হাজার ১৩৯ জন। ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়।

জবাবে সেদিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে।

আরও পড়ুন

ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থীশিবিরও।

আরও পড়ুন
আরও পড়ুন