ট্রাম্পের সঙ্গে কয়েক দিনে তিনবার কথা বলেছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের ইসরায়েল মিউজিয়ামে, ২৩ মে ২০১৭ফাইল ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত কয়েক দিনে তিনবার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলোচনায় তাঁরা নিজেদের মধ্যকার মৈত্রীকে আরও শক্তিশালী করা নিয়ে আলাপ করেছেন।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের মধ্যে ভালো ও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা ইরানের সম্ভাব্য সব হুমকি ও তাদের দ্বারা সৃষ্ট বিপদ নিয়ে কাজ করতে সম্মত হয়েছি। আমরা শান্তি, সম্প্রসারণ ও অন্যান্য ক্ষেত্রে ইসরায়েলের সামনে বড় সুযোগ দেখতে পাচ্ছি।’

৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন। তাঁর দল দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ব্যাপক ক্ষমতার বিষয়টি নিশ্চিত হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি হামলা এক বছর পার হয়ে গেছে। ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৩ হাজার ৪৯০ জন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ১ হাজার ১৩৯ জন নিহত হন। জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় দুই শতাধিককে।

এ হামলার পরদিন থেকে গাজা, পশ্চিম তীর ও লেবাননে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলা জোরদার হয়েছে। এখন পর্যন্ত সেখানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ হাজার ৪৪৫ জন। আহত হয়েছেন ১৪ হাজার ৫৯৯ জন। গাজা যুদ্ধের পর ইরান-ইসরায়েলের মধ্যেও পাল্টাপাল্টি হামলা হয়েছে।

ইসরায়েলে ইরাক ও ইয়েমেন থেকেও হামলা হয়েছে। ইসরায়েল এ দেশ দুটিতেও হামলা চালিয়েছে। পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

মধ্যপ্রাচ্যের এমন একটি টালমাটাল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ক্ষমতা নিতে যাচ্ছেন ট্রাম্প। তাঁর আমলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যায়, সেটা অনিশ্চিত।