লেবাননে ইসরায়েলের হামলায় পরিবারের তিন সদস্যসহ হামাসের আরেক নেতা নিহত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে ইসরায়েলের হামলার পর কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ৫ অক্টোবর, ২০২৪ছবি: রয়টার্স

লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের নেতা সাঈদ আতাল্লাহ নিহত হয়েছেন।

লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপোলিতে ওই শরণার্থীশিবিরে সপরিবার বসবাস করতেন সাঈদ আতাল্লাহ। হামলায় তাঁর পরিবারের আরও তিন সদস্য নিহত হয়েছেন।

আজ শনিবার হামাসসংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লেবাননের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে সম্প্রতি আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল।

সম্প্রতি ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং এর কিছুদিন আগে তেহরানে আরেকটি হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায়ও বোমাবর্ষণ করছে ইসরায়েল।

গতকাল শুক্রবার লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়েও ব্যাপক হামলা হয়েছে। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এ পথে সিরিয়া পাড়ি দিচ্ছেন লেবাননের অনেক নাগরিক।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত দেশটিতে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন আরও ১২ লাখের বেশি মানুষ।

আরও পড়ুন