লেবাননে ইসরায়েলের হামলার সর্বশেষ
লেবাননে গতকাল সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা ৫০। একই সময়ে আহত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। আজ মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
১৯৯০ সালে লেবাননের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গত সোমবার ছিল দেশটির জন্য সবচেয়ে ভয়ংকর। ইসরায়েল জানিয়েছে, সোমবার দিবাগত রাতে দক্ষিণ লেবাননে একাধিক স্থানে তারা হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এদিকে আজ সকালে হিজবুল্লাহর রকেট হামলার কারণে উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
হামলার কারণে দক্ষিণ লেবানন থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হামলার কারণে ইসরায়েল ও লেবানন উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে কাতার এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসাসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনস ওই অঞ্চলে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে।