চলমান গাজা যুদ্ধে এক হাজারের বেশি চিকিৎসক-নার্স নিহত

এক বছরের বেশি সময় ধরে গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকাফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় এক হাজারের বেশি চিকিৎসক ও নার্স নিহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীদের তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে ওয়াফা নিউজ।

সূত্র জানিয়েছে, হতাহতের পাশাপাশি গাজা উপত্যকার ৩১০ জনের বেশি স্বাস্থ্যসেবাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন কিংবা কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

স্থানীয় স্বাস্থ্যসেবাকর্মীরা বলেছেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। একই সঙ্গে তারা গাজায় ওষুধ-চিকিৎসা সরঞ্জাম সরবরাহে বাধা দিয়েছে। স্বাস্থ্য প্রতিনিধি ও সার্জনদের প্রবেশে বাধা দিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে।

আরও পড়ুন

এক বছরের বেশি সময় ধরে চলা এই নির্বিচার হামলায় গাজায় নারী-শিশুসহ ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হওয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন