২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘ভুল করে’ হামাসের কাছে থাকা তিন জিম্মিকে হত্যা করল ইসরায়েল

হামাসের কাছে জিম্মি থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ। ১৫ ডিসেম্বর, তেল আবিব, ইসরায়েলছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় হামাসের কাছে জিম্মি তিনজনকে ‘ভুল করে’ নিজেরাই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় অভিযান চালানোর সময় পরিচয় শনাক্ত করতে না পারায় এমন ভুল হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এমন ভুলের কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

নিহত তিনজন হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬)।

আরও পড়ুন

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় গতকাল শুক্রবার অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এই তিনজন নিহত হন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর অনেককেই জিম্মি করেন হামাসের সদস্যরা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশকিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনো অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের কাছে শতাধিক জিম্মি আছেন।

আরও পড়ুন

বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘ভুল করে’ জিম্মি হত্যার এ ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ উল্লেখ করে ওই তিনজনের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছে। বলেছে, কেমন করে এ ভুল হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়েছে, হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা আমাদের (ইসরায়েলি বাহিনী) জাতীয় লক্ষ্য। সবাইকে ফিরিয়ে আনা হবে।
তিন জিম্মির মৃত্যুকে ‘অবর্ণনীয় দুঃখজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সব জিম্মিকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি গতকাল বলেন, এটা দুঃখজনক ভুল।

আরও পড়ুন