হামাসের কমান্ডারকে হত্যায় শরণার্থীশিবিরে বোমা হামলা, জানাল ইসরায়েল

শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলার পর চলছে উদ্ধারকাজ। গাজার জাবালিয়া, ৩১ অক্টোবর
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার চালানো এ হামলায় শিবিরটিতে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হন। আহত হন প্রায় ১৫০ জন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের যুদ্ধবিমান জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা ফেলেছে। সেখানে ‘সন্ত্রাসী সংগঠন’ হামাসের কামান্ডারেরা লুকিয়ে ছিলেন।

বোমা হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম বিয়ারি নিহত হয়েছেন বলেও দাবি করেন দানিয়েল। তিনি জানান, ইব্রাহিম ছাড়াও হামাসের আরও কয়েকজন কমান্ডারের প্রাণ গেছে। তাঁদের হত্যা করার জন্যই শারণার্থী শিবিরে হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

তবে ইসরায়েলের এ দাবি নাকচ করে দিয়েছে হামাস। জানিয়েছে, সেখানে তাদের কোনো কমান্ডার ছিলেন না। বরং ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষের ওপর বোমা ফেলেছে। হামাসের দাবি, এ হামলায় জাবালিয়া শরণার্থীশিবিরে থাকা অন্তত ৪০০ মানুষ হতাহত হয়েছেন।

আরও পড়ুন

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আজ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

আরও পড়ুন