ইসরায়েলে থাড মোতায়েন যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র। আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মার্কিন সামরিক বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা থাড ইসরায়েলে পাঠিয়েছে এবং তা যথাস্থানে মোতায়েন করা হয়েছে।
থাডের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সামরিক বাহিনীর সদস্যও ইসরায়েলে মোতায়েন করার কথা জানানো হয়েছে।
থাড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী প্রতিরক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
থাডের পুরো নাম ‘টার্মিনাল হাই–অল্টিচিউড এরিয়া ডিফেন্স’। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থাড নিজের ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমেষেই ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি।
গত ১ অক্টোবর ইরানের ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। ঠিক এমন সময়ে ইসরায়েলে থাড মোতায়েন করল যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পক্ষ থেকে তাদের পারমাণবিক স্থাপনার ইসরায়েলের হামলার হুমকির বিষয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।