ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা সোমবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে যুদ্ধকালীন মন্ত্রিসভা সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের জবাব দেওয়া হবে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেছেন, ইরান সপ্তাহান্তে যে হামলা চালিয়েছে, তার জবাব তারা পাবে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত নেভাটিম বিমান ঘাঁটি সফরে গিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি।
ইসরায়েলের সেনাপ্রধানও বলেন, ইসরায়েল সামনের দিকে তাকাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো কী হবে তা বিবেচনা করছে। তিনি বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রের সীমান্ত লক্ষ্য করে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ইউএভি (ড্রোন) নিক্ষেপ করা হয়েছে, তার জবাব দেওয়া হবে।’
অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়। কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে আরও জোরালো জবাব দেওয়া হবে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালানো হয়। ওই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান। এর জবাবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইসরায়েল বলেছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী ৯৯ শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে।