বিশ্বকাপ ফাইনালে মাঠে বিক্ষোভের পরিকল্পনা, ৩ জন আটক
কাতারে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মাঠে ঢুকে বিক্ষোভের চেষ্টা করায় রাশিয়ার পুসি রায়ট ব্যান্ডের সদস্যদের আটক করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির কারাবন্দীত্ব এবং ইরানে নারীদের ওপর নিপীড়নের প্রতিবাদে গতকাল রোববার মাঠে ঢুকে বিক্ষোভ করতে চেয়েছিলেন তাঁরা। অ্যাকটিভিস্টরা এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের
বার্লিনভিত্তিক মানবিক ও পরিবেশবিষয়ক দাতব্য প্রতিষ্ঠান সিনেমা ফর পিস ফাউন্ডেশনের বক্তব্য অনুযায়ী, বিক্ষোভকারী দলের সহযোগী নিকা নিকুলশিনা, পিটার ভেরজিলভ ও পুসি রায়টের ইউক্রেনীয় এক সদস্যকে নিরাপত্তাকর্মীরা আটক করেন।
তবে রয়টার্স এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। সিনেমা ফর পিস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, মাঠে ঢুকে পড়ার আগে অ্যাকটিভিস্টদের থামিয়ে দেয় নিরাপত্তা বাহিনী।
সিনেমা ফর পিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাকা বিজিলজ রয়টার্সকে বলেন, মাঠে ঢুকে পড়ার কয়েক সেকেন্ড আগে তাঁকে নিরাপত্তা বাহিনী সরিয়ে আনে বলে জানিয়েছেন ভেরজিলভ। বিজিলজ আরও বলেন, ‘আমি যখন পিটার ভেরজিলভকে খুদে বার্তা পাঠাই, তখন তিনি পুলিশি হেফাজতে।’
রাশিয়ার সুপরিচিত মানবাধিকার কর্মীদের একজন ভেরজিলভ। তিনি স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার প্রকাশক। মস্কোর ফেরারি তালিকায় তাঁর নাম রয়েছে।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কড়া সমালোচক ও ইউক্রেন যুদ্ধের চরম বিরোধী নাভালনি বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন। তাঁর বিরুদ্ধে আনা প্রতারণা, আদালত অবমাননা ও প্যারোলের শর্ত ভঙ্গের অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।
ইরানের নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনি মারা যান। এ ঘটনায় গত সেপ্টেম্বর থেকে দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নীতি পুলিশ দেশটিতে কড়া পোশাকবিধি বাস্তবায়ন করে থাকে।
ভেরজিলভসহ পুসি রায়ট অ্যাকটিভিস্টরা মাঠে ঢুকে পড়লে ২০১৮ সালে মস্কোতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়। তাৎক্ষণিক তাঁদের সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। রাশিয়ার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশ্বের নজরে আনতে তাঁরা মাঠে ঢুকে পড়েছিলেন।