ইরানে হামলার সব লক্ষ্য অর্জিত হয়েছে: নেতানিয়াহু

বক্তব্য দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের মাউন্ট হারজল সামরিক কবরস্থানে, ২৭ অক্টোবর ২০২৪ছবি : রয়টার্স

ইরানে হামলার সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের বিমান হামলাটি ছিল ‘নিখুঁত ও শক্তিশালী’।

নেতানিয়াহু বলেন, ‘আমরা কথা দিয়েছিলাম ইরানের হামলার জবাব দেওয়া হবে এবং শনিবার আমরা হামলা চালিয়েছি...হামলাটি ছিল নিখুঁত ও শক্তিশালী। এর মধ্য দিয়ে সব লক্ষ্য অর্জিত হয়েছে।’

আরও পড়ুন

আজ রোববার এক ভাষণে নেতানিয়াহু এসব কথা বলেন। গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। হিব্রু বর্ষপঞ্জি অনুযায়ী সেই হামলার বর্ষপূতি আজ রোববার। সেই উপলক্ষে তিনি এ ভাষণ দেন।

এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।

সেসব হামলা সম্পর্কে নেতানিয়াহু বলেন, ইরান কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। কিন্তু সেগুলো ব্যর্থ হয়েছিল। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের বিমানবাহিনী ইরানে হামলা চালিয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় আঘাত করেছে।’

আরও পড়ুন

ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ১ অক্টোবর ইসরায়েলে হামলা করা হয়েছিল বলে জানিয়েছিল তেহরান।

অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও দেশটির সহায়তাপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাবে গত শনিবার ইরানে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। যদিও এ হামলার আগে ইরানে আর কোনো হামলার কথা স্বীকার করেনি ইসরায়েল।

এদিকে রাজধানী তেহরান ও আরও দু-একটি প্রদেশে গতকাল সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার কথা স্বীকার করেছে ইরান। এসব হামলায় চার সেনা নিহত ও ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছে তেহরান।