সিরিয়ায় ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত: তুরস্ক
সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল–শাম (এইচটিএস) গোষ্ঠীকে বিশ্বের ক্ষমতাশালীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে তুরস্ক। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এমন অবস্থান জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ফিদান বলেন, ‘আমি মনে করি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, সন্ত্রাসী তালিকা থেকে তাদের (এইচটিএস) নাম বাদ দেওয়া।’
৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয়। এক যুগের বেশি সময় ধরে চলা বাশারবিরোধী গৃহযুদ্ধে তুরস্ক একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল। বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গেও দেশটির সুসম্পর্ক রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল। কিন্তু তুর্কি বাহিনীর আন্তসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।