আরও ৩০ ফিলিস্তিনি ও ১০ ইসরায়েলি মুক্ত
ইসরায়েলের কারাগার থেকে আরও ৩০ ফিলিস্তিনি নারী ও শিশু মুক্তি পেয়েছে। আর গাজা থেকে হামাস মুক্তি দিয়েছে ১০ ইসরায়েলি ও ২ বিদেশি নাগরিককে। ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া ২ বিদেশি থাইল্যান্ডের নাগরিক।
এর আগে গত সোমবার ১১ ইসরায়েলি জিম্মি ও ৩৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এ নিয়ে শুক্রবার থেকে চলা যুদ্ধবিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে অর্ধশতাধিক ইসরায়েলিকে।
যুদ্ধবিরতির বর্ধিত ঘোষণা অনুযায়ী, আজ বুধবারও গাজা উপত্যকায় ইসরায়েল হামলা চালাবে না। এ দিকে গাজাবাসীর আশা, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আরও বাড়াবে।
কাতার, মিসর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। ২৪ নভেম্বর থেকে শুরু হয় চার দিনের যুদ্ধবিরতি, যা শেষ হওয়ার কথা ছিল গত সোমবার। এরপর মঙ্গল ও বুধবার আরও ৪৮ ঘণ্টা যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস।