ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কর হামলা, বললেন দেশটির কর্মকর্তা
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই ৭৫ বছরে এবারই দেশটিতে সবচেয়ে বিপর্যয়কর হামলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর ডোরোন স্পিয়েলম্যান রোববার সিএনএনকে এ কথা বলেছেন।
শনিবার সকালে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে সীমান্তবর্তী ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে সশস্ত্র হামলা চালায় তারা। হামাসের এই হামলায় নিহত ইসরায়েলির সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এর বাইরে ১০০ ব্যক্তিকে হামাস সদস্যরা অপহরণ করে গাজায় নিয়ে গেছেন। যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকেরাও রয়েছেন বলে ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজা থেকে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে সম্ভাব্য সবকিছু করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনা কর্মকর্তা স্পিয়েলম্যান। তিনি বলেছেন, ‘আমাদের নারী, পুরুষ, শিশু ও দাদিমাদের ধরে নিয়ে গাজার কিছু পাতালকুঠুরিতে রাখা হয়েছে। আমি আপনাদের যেটা বলতে পারি, তা হলো (তাঁদের ফিরিয়ে আনার) সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ না নিয়ে আমরা থামব না। আমরা কাউকে ফেলে রাখব না এবং সবাইকে ফিরিয়ে আনার জন্য আমরা যেকোনো কিছু করব।’
ইসরায়েলি বাহিনী যতটা সম্ভব হামাসের অবকাঠামো নিশ্চিহ্ন করতে চেষ্টা করছে বলে জানিয়েছেন স্পিয়েলম্যান। তিনি বলেন, হামাস সদস্যরা সাতটি জায়গা দিয়ে ইসরায়েলে ঢুকতে চাইছে। এগুলোর বেশির ভাগ জায়গার ওপর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। তবে তারা আগে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে চাইছে।