ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করা চলছে। হামাস নিয়ন্ত্রিত গাজার ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। অপর দিকে ইসরায়েল এই হামলার জন্য ফিলিস্তিন ইসলামিক জিহাদকে (পিআইজে) দায়ী করেছে। ইসরায়েল বলেছে, পিআইজের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে আঘাত হেনেছে।
আল–জাজিরার সংস্থা সানাদ ইসরায়েলের এই দাবির বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। সানাদের অনুসন্ধানকারীরা বিভিন্ন উৎস থেকে পাওয়া ওই ঘটনার ভিডিওচিত্র বিশ্লেষণ করেছেন। তার মধ্যে সে সময় আল–জাজিরার সাংবাদিকের সরাসরি সম্প্রচারও রয়েছে। অনুসন্ধানকারীরা ইসরায়েল থেকে গাজার এই ঘটনার সরাসরি সম্প্রচারের ভিডিওচিত্রও বিশ্লেষণ করে দেখেছেন। তাতে দেখা গেছে, আল জাজিরার সম্প্রচার ৩৫ সেকেন্ড পরে শুরু হয়েছিল।
অনুসন্ধানে ইসরায়েলের বক্তব্য ঘটনার ভুল ব্যাখ্যা করছে বলে মনে হয়েছে। বিভিন্ন উৎস থেকে পাওয়া ভিডিওচিত্রে হাসপাতালে বিস্ফোরণের আগে আকাশে একটি আলোর ঝলকানি দেখা গেছে। ইসরায়েল কর্তৃপক্ষ একেই রকেট লক্ষ্যভ্রষ্ট হওয়ার প্রমাণ হিসেবে হাজির করার চেষ্টা করছে।
তবে এ ঘটনার যেসব ভিডিওচিত্র পাওয়া গেছে, সেগুলোর বিস্তারিত বিশ্লেষণ করে সানাদের অনুসন্ধানকারীরা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। তা হলো, ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গাজা থেকে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্রকে আঘাত করে মধ্য আকাশে ধ্বংস করলে যেমনটি হয়, ওই আলোর ঝলকানি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।