তেল আবিবে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

তেল আবিবের দক্ষিণে জাফ্ফা এলাকায় মঙ্গলবার একটি মসজিদের বাইরে বন্দুকধারীর হামলার পর ইসরায়েলের সীমান্তরক্ষীদের মোতায়েন করা হয়েছেছবি: এএফপি

ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার এ হামলার ঘটনায় হতাহতের তথ্য দিয়েছে দেশটির মাগেন ডেভিড আদম (এমডিএ) জরুরি সেবা।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা দুজন হামলাকারীকে নিরস্ত্র করেছেন। একে সন্ত্রাসী হামলা হিসেবে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন, তাঁরা ঘটনাস্থলে আহত অন্তত সাতজনকে চিকিৎসা দিয়েছেন।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জাফ্ফায় একটি রেলস্টেশনের কাছে এ হামলা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন