জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবি বিজ্ঞানসম্মত নয়: কপ-২৮ প্রেসিডেন্ট
বৈশ্বিক তাপমাত্রার বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে, এমন দাবির পেছনে ‘বৈজ্ঞানিক ভিত্তি’ নেই। জাতিসংঘের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে চলমান জলবায়ু সম্মেলনের (কপ–২৮) প্রেসিডেন্ট সুলতান আহমেদ আল–জাবের এ মন্তব্য করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, সুলতান আহমেদ আল-জাবেরের এ মন্তব্যের এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের বিষয়টি উপেক্ষা করার প্রবণতা প্রকাশ পেয়েছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে তাঁর এ বক্তব্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মনোভাবের সঙ্গে সাংঘর্ষিক।
গত ২১ নভেম্বর একটি অনলাইন আয়োজনে অংশ নিয়ে সুলতান আহমেদ আল-জাবের ওই মন্তব্য করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও আধুনিক প্রযুক্তিবিষয়ক মন্ত্রী। দেশটির রাষ্ট্রায়ত্ত আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধানও তিনি। সেই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান মাসদারের প্রধান ও জলবায়ু বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন সুলতান আহমেদ আল-জাবের।
গত বৃহস্পতিবার দুবাইয়ে কপ-২৮ সম্মেলন শুরু হয়েছে। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে শতাধিক দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। আশা করা হচ্ছে, সম্মেলনে এ-সংক্রান্ত চুক্তি সই হতে পারে।
সুলতান আহমেদ আল–জাবের ওই অনলাইন আয়োজনে আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার মধ্য দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে না। যদি আপনি পৃথিবীকে গুহায় ফিরিয়ে নিয়ে যেতে চান, তাহলে দাবি সমর্থন করা যেতে পারে।’
সুলতান আহমেদ আল–জাবের আরও বলেন, ‘আমি সংযত পরিবেশে পরিপক্ব কথোপকথনে অংশ নিতে এই আয়োজনে কথা বলার আমন্ত্রণ গ্রহণ করেছি। আমি বিপজ্জনক কোনো আলোচনায় অংশ নেব না। তবে যে দাবির পেছনে কোনো বিজ্ঞান নেই, কোনো দৃশ্যকল্প নেই, সেটা অর্জিত হতে চলেছে।’