পুরো সীমান্ত ইসরায়েলের দখলে

  • ইসরায়েলের হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২২৪।

  • ২০ দিনের অভিযান শেষে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবির থেকে সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি হামলায় আহত এক শিশুকে চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতালে নিয়ে যাচ্ছেন প্যারামেডিকরা। গতকাল দক্ষিণ গাজার রাফায়ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুরো স্থলসীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার গাজা ও মিসর সীমান্তবর্তী ‘ফিলাডেলফি করিডর’ নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে বাকি বিশ্ব থেকে গাজাকে বিচ্ছিন্ন করে ফেলে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এ কথা জানিয়েছে।

মিসরের সঙ্গে ইসরায়েলের ১৯৭৯ সালের ক্যাম্প ডেভিড শান্তিচুক্তির অংশ হিসেবে গাজার দক্ষিণে ১৪ কিলোমিটার দীর্ঘ এবং ১০০ মিটার প্রস্থ এই ফিলাডেলফি করিডর প্রতিষ্ঠা করা হয়। এই করিডরকে ‘অসামরিক অঞ্চল’ ঘোষণা করা হয়।

চুক্তি অনুযায়ী ইসরায়েলকে এই করিডরে সীমিত আকারে সেনা মোতায়েনের সুযোগ দেওয়া হয়। অবশ্য ২০০৫ সালে গাজা থেকে নিজেরাই সেনা প্রত্যাহার করে নিয়েছিল ইসরায়েল। এই করিডরকে অনেকটা ইসরায়েল ও মিসরের মধ্যে ‘বাফার জোন’ হিসেবে বিবেচনা করা হয়।

৭ মে রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পরদিন রাফা ক্রসিং নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় তারা। এরপর থেকে মিসরের সঙ্গে এ সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে। সর্বশেষ গতকাল ফিলাডেলফি করিডরের ‘অপারেশনাল’ নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ইসরায়েলি বাহিনী।

‘আবার গাজা দখল’

রাফা ক্রসিং নিয়ন্ত্রণের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল মিসর। দেশটি এই পদক্ষেপকে শান্তিচুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে। এ নিয়ে মিসরের সঙ্গে দেশটির সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। এমনকি গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির মধ্যস্থতা থেকেও দেশটি সরে যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

মিসরের আপত্তি উপেক্ষা করেই ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েল। দেশটির সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরায়েলের উচিত ‘অনির্দিষ্টকালের জন্য’ এই করিডরের নিয়ন্ত্রণ রাখা।

দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক তামের কারমোত বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ মিসরের জন্য ‘রেড লাইন বা চূড়ান্ত সীমা’। এটি ক্যাম্প ডেভিড চুক্তিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, তা নিয়ে দেশটি উদ্বিগ্ন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া অনেক ‘চূড়ান্ত সীমাই’ ইসরায়েল লঙ্ঘন করেছে উল্লেখ করে তামের বলেন, ফিলাডেলফি করিডর দখলের সর্বশেষ ঘটনা গাজায় চলমান সংঘাতের ‘নতুন পর্যায়ের ইঙ্গিত’ দিচ্ছে। সম্ভবত গাজায় দীর্ঘ মেয়াদে ইসরায়েলি সেনা উপস্থিতি এবং গাজা উপত্যকা আবারও দখল হতে যাচ্ছে।

প্যারামেডিক অ্যাম্বুলেন্সে হামলা

গত বুধবার রাতে রাফার তাল আস-সুলতান এলাকায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) দুই প্যারামেডিক নিহত হন। তাঁরা হলেন হাইছাম তুবাসি ও সুহাইল হাসোনা। গতকাল তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলি হামলা এবারই প্রথম নয়। পিআরসিএস জানিয়েছে, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দায়িত্ব পালনকালে তাদের ১৯ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

এদিকে গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫৭ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৩৬ হাজার ২২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮১ হাজার ৭৭৭ জন। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই শিশু ও নারী।

তবে নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু হাসপাতালে পৌঁছানো হতাহতদের ভিত্তিতে তথ্য দিচ্ছে। কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ভবন ও স্থাপনার ধ্বংসস্তূপে ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে বলে মনে করা হচ্ছে।

রাষ্ট্রদূত প্রত্যাহার ব্রাজিলের

ইসরায়েলে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা ঘিরে কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিল ব্রাজিল।

গত বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাঁকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে।