রোজার রাতে গাজায় ইসরায়েলের বিমান হামলা
পবিত্র রমজান মাসে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ হামলা চালানো হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, লেবানন থেকে ইসরায়েলের দিকে ৩০টির বেশি রকেট ছোড়া হয়েছে। এর জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলে রকেট ছোড়ার পরিপ্রেক্ষিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন নেতানিয়াহু। ভিডিও বার্তায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাঁর দেশে আক্রমণের জন্য শত্রুদের চড়া মূল্য দিতে হবে। এর পরপরই গাজায় বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি বিমান হামলার পর গাজায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজায় দুটি টানেল ও দুটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, হামলায় হামাসের প্রশিক্ষণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩০টি রকেট ছোড়া হয়। এসব রকেটের মধ্যে ১৫টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এসব হামলার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক করেন নেতানিয়াহু।
এর আগে রমজান মাসে গত বুধবার টানা দ্বিতীয় রাতের মতো পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। অভিযানকালে তারা ফিলিস্তিনি মুসল্লিদের লক্ষ্য করে শব্দবোমা ও রাবার বুলেট ছোড়ে। অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনি মুসল্লিদের আবার সংঘর্ষ হয়।
ভিডিওতে দেখা যায়, নামাজ আদায়ের জন্য আসা ফিলিস্তিনি মুসল্লিদের জোর করে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েলের সশস্ত্র পুলিশ। ইসরায়েলি পুলিশের সবশেষ দফার এ অভিযানের ঘটনায় ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট।