লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩ হাজার ছুঁই ছুঁই

লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েলফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজার পাশাপাশি লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটিতে চালানো হচ্ছে স্থল অভিযানও। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩ হাজার পেরোতে চলেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ হিসাব, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশটিতে ইসরায়েলি হামলায় ২ হাজার ৯৮৬ জন নিহত হয়েছেন। আহত মানুষের সংখ্যা ১৩ হাজার ৪০২।

নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৭২ জন নারী ও শিশু রয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে ১৮ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেক ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চালাচ্ছে স্থল অভিযানও।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন