ইসরায়েলি হামলায় এক দিনে গাজায় ১৪৩ জন, লেবাননে ৭৭ জন নিহত

গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার এক দিনে এই দুই জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছেন।

হাসপাতাল ও চিকিৎসক সূত্রে আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। এর মধ্যে ১৩২ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চলে।

কয়েক দিন ধরে উত্তর গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল।

আরও পড়ুন
আরও পড়ুন

অন্যদিকে লেবাননে মঙ্গলবার এক দিনে ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময়-সময় হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে মাসখানেক ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চালাচ্ছে স্থল অভিযানও।

আল-জাজিরা বলছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৭৮৭ জন মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২ হাজার ৭৭২।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, মাসখানেক আগে স্থল অভিযান শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলের অন্তত ৩৩ সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন