গাজার যুদ্ধক্ষেত্রে ৬ ইসরায়েলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে করতে গিয়ে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এঁদের মধ্যে ছয়জন দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষের মধ্যে নিহত হয়েছেন। নতুন এই সাতজনকে নিয়ে গাজায় ইসরায়েলি অভিযান ঘিরে দেশটির নিহত সেনার সংখ্যা ১০৪ জনে পৌঁছেছে।
সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে সাত সেনাসদস্য নিহত হওয়ার তথ্য জানায়। তারা বলেছে, নিহত সেনাদের মধ্যে পাঁচজন ইসরায়েলি সেনাবাহিনীর ৮১১১ ব্যাটালিয়নের পঞ্চম ব্রিগেডের সদস্য। রোববার গাজার খান ইউনিস এলাকার একটি স্কুলের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর লড়াই হয়। এ সময় বিস্ফোরণে পাঁচ সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ইসরায়েলি এই সেনাসদস্যরা হলেন মেজর রোমান ব্রনস্থেইন, ক্যাপ্টেন এলিয়া ইয়ানোভস্কি, মাস্টার সার্জেন্ট অরি ইয়েহিল জেনিলম্যান, সার্জেন্ট মেজর এতি পেরি ও মেজর এভিয়াতার কোহেন।
রোববার হামাসের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান ইসরায়েলি সার্জেন্ট মেজর গিদেওন ইলানি। তিনি ২৮৫৫ ব্যাটালিয়নের ৫৫ সংরক্ষিত প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর ৩৬ ডিভিশনের মেজর গাল বিছেরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এই হামলায় ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হন। হামাস যোদ্ধারা দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এর জেরে ওই দিনই গাজায় হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাঁদের অর্ধেকের বেশি নারী ও শিশু। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বাহিনীর বেসামরিক মানুষ নিধনের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।