লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ফটক ভাঙল ইসরায়েলি ট্যাংক

লেবাননে ঢুকছে ইসরায়েলি ট্যাংকছবি: এএফপি

লেবাননে থাকা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে ইসরায়েল। রোববার ইসরায়েলি ট্যাংকগুলো শান্তিরক্ষীদের অবস্থানগুলোর মধ্যে ঢুকে পড়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) বলেছে, ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক তাদের অবস্থান এলাকা রামিয়ার দুটি ফটক ভেঙে ফেলেছে। জোরপূর্বক তাদের অবস্থানে ঢুকে আলো বন্ধ করতে আদেশ করেছে। এর দুই ঘণ্টা পর কাছাকাছি অবস্থানে গোলা নিক্ষেপ করা হয়েছে। এতে ১৫ জন শান্তিরক্ষীর ত্বকে সংক্রমণ ও পেটের সমস্যা দেখা দিয়েছে। এটি মারাত্মক নিয়ম লঙ্ঘনের ঘটনা।

দক্ষিণ লেবাননে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আহ্বানের পর এমন ঘটনা ঘটল। এর আগে সম্প্রতি ইসরায়েলের গোলাবর্ষণে পাঁচজন শান্তিরক্ষী আহত হন।

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আরও ৪০টি দেশ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ আহ্বান জানান। এ ছাড়া ইসরায়েলকে লেখা এক পৃথক চিঠিতে ফ্রান্স, যুক্তরাজ্য, চীনসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে।